নওগাঁ: সারাদেশে সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে নওগাঁয় ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগীসহ তিন জেএমবি সদস্য ও এক জামায়াত নেতা রয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা হলেন-নওগাঁর রানীনগর উপজেলার বড়গাছা গ্রামের বাসিন্দা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী খাইরুল আলম মন্টু (৫৬), পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের জালাল আহমেদ (৪৭) ও একই গ্রামের মোশারফ হোসেন (৩৩)। গ্রেফতারকৃত জামায়াত নেতার নাম মোজাম্মেল হক (৩২)। তার বাড়ি মান্দা উপজেলার কীর্তলীপুর গ্রামে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় বড়গাছা গ্রাম থেকে খাইরুল আলম, কাঁটাবাড়ী থেকে জালাল আহমেদ ও মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এছাড়া জামায়াত নেতা মোজাম্মেল হককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৭০ আসামিকে গ্রেফতার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতা ও জেএমবি সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসআই