সাভার (ঢাকা): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের ওপর দাঁড়িয়ে বাস্তবতার নিরিখে আর সময়ের প্রয়োজনেই জাসদের সঙ্গে আওয়ামী লীগ রাজনৈতিক ঐক্য করেছে।
তিনি বলেন, ঐক্য করেছি তার অর্থ এই নয় যে, আমরা ইতিহাসকে ভুলে গেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলেননি সেই ইতিহাস।
বুধবার (১৫ জুন) সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে সড়ক সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ছাত্রলীগের অনুষ্ঠানে সৈয়দ আশরাফ যে কথা বলেছেন সেটি তার নিজস্ব বক্তব্য। দলের না। সম্ভবত ছাত্রলীগের নেতাকর্মীদের ইতিহাস জানাতে জাসদ নিয়ে কথা বলেছিলেন তিনি।
ঈদের পর বিএনপির কঠিন আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ঈদ আসলেই বিএনপির আন্দোলনের বিষয়টি পরিচিত বুলি। এমনটি তারা বহুবার বলেছে। কিন্তু আজ আষাঢ়ের প্রথম দিন। আষাঢ়ের তর্জন-গর্জনই সার।
মন্ত্রী বলেন, আসছে ঈদে যানজটপ্রবণ ১৫টি স্থানে পুলিশের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে এক হাজার রোভার স্কাউট সদস্য। এসব স্থানে নারী ও শিশুদের জন্যে রাখা হবে ভ্রাম্যমাণ টয়লেট।
এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসআর