ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের মতো জাসদের বিচারটাও করেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
জামায়াতের মতো জাসদের বিচারটাও করেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.)  ড. অলি আহমেদ বলেছেন, জামায়াতের যেমন বিচার করছেন, তেমনি জাসদেরও বিচার করেন। তাহলে দেশের মানুষ আপনাকে বাহবা দেবে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে তার দল এলডিপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

অলি আহমেদ বলেন, এ রমজানে সরকারের দু’জন মন্ত্রী দু’টি সত্য কথা বলে ফেলেছেন। অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকে পুকুর চুরি হয়েছে। এই অর্থমন্ত্রীর এখন বিচার হওয়া উচিৎ। কারণ উনি হলেন ব্যাংক-বিমার অভিভাবক।

আরেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ সাহেব বলেছেন, জাসদ নেতারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

সাবেক এ সেনা কর্মকর্তা আরও বলেন, আমি সাক্ষী, এই ইনুরা কেবল বঙ্গবন্ধুকে নয়, এরা অনেক সেনা অফিসার ও রাজনীতিবিদদের হত্যা করেছে। সেনাবাহিনীতে ১৯টি ক্যু হয়েছে, এদের গণবাহিনীর নেতৃত্বে।

সুতরাং প্রধানমন্ত্রীকে বলব, আপনি যেমন জামায়াতের বিচার করছেন, তেমনি জাসদেরও বিচার করেন জনগণ আপনাকে বাহবা দেবে।

প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 
২০ দলীয় জোটের সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, শফিউল আলম প্রধান, মাওলানা আব্দুল হালিম, আহসান হাবিব লিংকন, খন্দকার গোলাম মোর্ত্তজা, ফরিদুজ্জামান ফরহাদ, জেবেল রহমান গানি, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এইচ এম কামরুজ্জামান, মাওলা সৈয়দ মুজিবুর রহমান, আজহারুল ইসলাম, সাঈদ আহমেদ, সাইফুদ্দিন মনি, ড. রেদোয়ান আহমেদ, আব্দুল করিম আব্বাসি, গোলাম মোস্তফা ভূইয়া, শাহাদাৎ হোসেন সেলিম, খন্দকার লুৎফুর রহমান, আমিনুর রহমান প্রমুখ ইফতারের অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৬,  ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।