ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যা বন্ধের দাবিতে বাম মোর্চার মিছিল-সমাবেশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
গুপ্তহত্যা বন্ধের দাবিতে বাম মোর্চার মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুপ্তহত্যা বন্ধ ও মানুষের জীবনের নিরাপত্তা বিধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

 

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে  জাতীয় প্রেসক্লাবের সামনে এ মিছিল-সমাবেশের আয়োজন করা হয়।

বাম মোর্চার ভারপ্রাপ্ত সমন্বয়ক মানস নন্দীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন মোর্চার নেতা সাইফুল হক, মোশাররফ হোসেন নান্নু, আব্দুস সাত্তার, মোশরেফা মিশু, ফিরোজ আহম্মেদ, ইয়াসিন মিয়া, হামিদুল হক ও মহিনউদ্দিন লিটন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে একের পর এক গুপ্তহত্যা চলছে। সরকার তা ঠেকাতে পারছে না। অথচ মহাজোট সরকার দাবি করছে, মানুষ শান্তিতে ঘুমাচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত না করে দলীয় স্বার্থে ‘ব্লেম গেম’র আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, লেখক-প্রকাশক–ব্লগার-শিল্পী-মুক্তচিন্তার মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও চরম আতঙ্ক বিরাজ করছে এখন।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের পুলিশ ও গোয়েন্দা বাহিনী জঙ্গিদের ধরতে পারেনি। কিন্তু সাধারণ জনগণ হামলাকারীদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।