ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার সম্মানে আয়োজিত ফরহাদের ইফতার বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
খালেদার সম্মানে আয়োজিত ফরহাদের ইফতার বাতিল

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে আয়োজিত ২০ দলীয় জোটের নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।

রোববার (১৯ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওই ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ।



কিন্তু ইফতারের ৪ ঘণ্টা আগে দুপুর ২টা ৪৫ মিনিটে হোটেল কর্তৃপক্ষ ফরহাদকে জানিয়ে দেন, তার বুকিং বাতিল করা হয়েছে। এ ভেন্যুতে কোনো ইফতার মাহফিলের আয়োজন করতে পারবেন না তিনি।
 
বিকেল ৩টায় ড. ফরিদুজ্জামান ফরহাদ বাংলানিউজকে বলেন, ‘রমনা থানার এসআই আলী নেওয়াজ হোটেল কর্তৃপক্ষকে আয়োজন বন্ধ করার নির্দেশ দেন। পরে হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেন, আমাদের বুকিং বাতিল করা হয়েছে’।  
 
পরে রমনা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই আব্দুল বাতেন বাংলানিউজকে বলেন, ‘আমরা নই, হোটেল কর্তৃপক্ষই ড. ফরিদুজ্জামান ফরহাদের বুকিং বাতিল করেছেন’।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু জোট থেকে বের হয়ে যাওয়ার পর দলটির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ নিজের অনুসারীদের নিয়ে আরেকটি এনপিপি গঠন করেন।
 
দলটির লোগো ও প্রতীক কে পাবেন- তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্ত হন শেখ শওকত হোসেন নীলু ও ড. ফরিদুজ্জামান ফরহাদ।
 
নির্বাচন কমিশন সব কিছু যাচাই-বাছাই শেষে শেখ শওকত হোসেন নীলুকে এনপিপির প্রতীক ‘আম’ ও লোগো ব্যবহারের অনুমতি দেয়।
 
ড. ফরিদুজ্জামান ফরহাদ এনপিপির লোগো ব্যবহার করে হোটেল সোনারগাঁওয়ে খালেদা জিয়ার সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন- এ অভিযোগ এনে রমনা থানায় জিডি করেছিলেন শেখ শওকত হোসেন নীলু।
 
এছাড়া এনপিপির নামে চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ও মহাসচিব আব্দুল হাই মণ্ডল ছাড়া অন্য কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবেন না বলে অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করেছেন আদালত। ঢাকার সিনিয়র সহকারী জজ (৪র্থ আদালত) দেবদাস চন্দ্র অধিকারীর আদালত গত বুধবার (১৫ জুন) ওই নিষেধাজ্ঞা জারি করেন।

এনপিপির নামে ড. ফরিদুজ্জামান ফরহাদ আয়োজিত ১৯ জুনের ইফতার মাহফিলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলেন নীলুর নেতৃত্বাধীন এনপিপির প্রেসিডিয়াম সদস্য বাবুল সর্দার চাখারি। ওই মামলার প্রেক্ষিতে এনপিপির নাম ব্যবহার করে ড. ফরিদুজ্জামান ফরহাদ ও তার মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা কোনো কার্যক্রম চালাতে এবং ১৯ জুন সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ১০ দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্রমতে, নীলুর জিডি ও আদালতের আদেশের প্রেক্ষিতেই ঝামেলা এড়াতে কর্তৃপক্ষ ড. ফরিদুজ্জামান ফরহাদের ইফতার মাহফিল বাতিল করে দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এজেড/এএসআর

** জামায়াতের ইফতার বাতিল, এনপিপি বাতিলের পথে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।