ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুপ্তহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
গুপ্তহত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ: গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ঝিনাইদহে মানববন্ধন করেছে ১৪ দল।

রোববার (১৯ জুন) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে শত শত নেতাকর্মী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার, ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম, জেলা জাসদের সভাপতি ফজলুর রহমান খুররম, অ্যাডভোকেট ইসমাঈল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।