ঢাকা: দেশের সাম্প্রতিক ঘটনাকে গ্লোবাল ষড়যন্ত্রের অংশ অবিহিত করে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২ জুলাই) সিপিবির এক জরুরি সভা থেকে এ আহ্বান জানানো হয়।
সভায় সিপিবির নেতারা বলেন, সিপিবি-উদীচী-ছায়ানটে বোমা হামলা থেকে শুরু করে একের পর এক গুপ্তহত্যা দেশি-বিদেশি চক্রান্তেরই অংশ।
নেতারা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিকে সাম্রাজ্যবাদের গ্লোবাল ষড়যন্ত্রের অংশ হিসেবেই মূল্যায়ন করেন।
সভায় জঙ্গিবাদ বিরোধী জাতীয় গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য সব মহল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।
রাজধানীর গুলশানে হলি আটিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে দেশি-বিদেশি নাগরিক জিম্মি এবং হত্যাকাণ্ডের ঘটনার পর সিপিবির কেন্দ্রীয় কমিটির ঢাকাস্থ সদস্যদের এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্বরোচিত এ জঙ্গি হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সভায় বক্তব্য রাখেন পার্টির উপদেষ্টা মনজুরুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ, কাফি রতন, মোজাম্মেল হক তারা, অধ্যাপিকা এ এন রাশেদা, মাহাবুব আলম, লুৎফর রহমান ও রুহুল আমিন প্রমুখ।
সভায় ঢাকায় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিক এবং পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ দেশের এই সংকটকালে অন্যান্য গণতান্ত্রিক-প্রগতিশীল দল, গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণজাগরণ গড়ে তোলা ও অগ্রসর করে নেওয়ার জন্য সিপিবির কর্মীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৬
এসকে/আরআইএস/এমজেএফ