ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাহারোলে শিবিরের আস্তানায় বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
কাহারোলে শিবিরের আস্তানায় বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ

দিনাজপুর: কাহারোলে জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভিক্টরি ইন্ট‍ারন্যাশনাল নামে শিবিরের আস্তানা হিসেবে পরিচিত একটি স্কুলে আগুন দিয়েছে। এসময় স্কুলটির সাইনবোর্ড, ব্যানারসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।

শুক্রবার (০৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে।

এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বক্তব্য রাখেন। সমাবেশ শেষে স্থানীয় জনতা শিবিরের আস্তানা হিসেবে পরিচিত ভিক্টরি ইন্ট‍ারন্যাশনাল স্কুলে অগ্নিসংযোগ করেন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বাংলানিউজকে জানান, শিবিরের সাতজন সদস্যকে পুলিশ তাদের আস্তানা ভিক্টরি ইন্ট‍ারন্যাশনাল স্কুলের একটি বাড়ি থেকে আটক করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতা শিবিরের আস্তানা স্কুলটিতে অগ্নিসংযোগ করে।

তবে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।