ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মীর কাসেম আলীর সঙ্গে দেখা করলেন ছেলে ও আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
মীর কাসেম আলীর সঙ্গে দেখা করলেন ছেলে ও আইনজীবী

গাজীপুর: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ দেখা করেছেন তার ছেলে ও এক আইনজীবী।

শনিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সাক্ষাৎ করেন।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে বলেন, মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম ও আইনজীবী সাঈদ মো. রায়হান উদ্দিন তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়। মীর কাসেম আলী কাশিমপুর কারাগার পাট-২ এর ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
জিসিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।