ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে পিস্তলসহ শিবির ক্যাডার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
রাজশাহীতে পিস্তলসহ শিবির ক্যাডার আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ হায়দার আলী ওরফে আমিনুল (৩৫) নামে এক শিবির ক্যাডারকে আটক করেছে র‌্যাব-৫।

আটক আমিনুল মহানগরীর মতিহার থানার শ্যামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

রোববার (০৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর মেহেরচন্ডি এলাকা থেকে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি দল তাকে আটক করে।

সোমবার (০৮ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে মেহেরচন্ডি এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিমের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় জাপানের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ শিবির ক্যাডার আমিনুলকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিনুল নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।