ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

বৈঠকে খালেদা-হর্ষবর্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
বৈঠকে খালেদা-হর্ষবর্ধন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
 
মঙ্গলবার (০৯ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।
 
সংশ্লিষ্ট সূত্র মতে, খালেদা জিয়া-হর্ষবর্ধন শ্রীংলার এ বৈঠকের বিশেষ কোনো এজেন্ডা নেই। নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই এ সৌজন্য বৈঠক হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের বিষয়টি আলোচনা হবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।