ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার কেন্দ্রীয় কমিটির ৭৭ জনের নাম ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জাপার কেন্দ্রীয় কমিটির ৭৭ জনের নাম ঘোষণা

ঢাকা: প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পদে ৭৭ জনের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
 
রোববার (১৪ আগস্ট) খবর বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ৫ দফায় ১২১ জনের নাম প্রকাশ করা হয়।

গত ১৪ মে অনুষ্ঠিত ৮ম জাতীয় কাউন্সিলে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন কাউন্সিলররা। ২৯৯টি পদের বিপরীতে তিন মাসে মোট ১৯৮ জনের নাম ঘোষণা করা হলো।
 
শনিবার একজন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তিনি হলেন, এরশাদের চাচাতো ভাইয়ের ছেলে মেজর (অব.) খালেদ আখতার।
 
ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর) ও মো. শওকত চৌধুরী এমপি (নীলফামারী)। সাংগঠনিক সম্পাদক পদে মো. শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনোয়ার আলম (কক্সবাজার), শাহ-ই-আজম (নরসিংদী), একে এম আব্দুর রউফ মানিক (রংপুর), আব্দুল হামিদ ভাষানী (ব্রাহ্মণবাড়িয়া), ফখরুল আহসান শাহজাদা (বরিশাল)।
 
বিভাগীয় সম্পাদক কোষাধ্যক্ষ (দায়িত্বে) মেজর (অব.) খালেদ আখতার, প্রচার সম্পাদক মো. খোরশেদ আলম খুশু (ঢাকা), ক্রীড়া সম্পাদক এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি), সাংস্কৃতিক সম্পাদক নিগার সুলতানা রানী (রংপুর), আইন বিষয়ক সম্পাদক অ্যাড. লাকী বেগম (ব্রাহ্মণবাড়িয়া), যুব বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন (লক্ষ্মীপুর), শিল্প বিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা)।
 
ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী মো. ইলিয়াস এমপি (কক্সবাজার), পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এইচ.এম.গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট), এনজিও বিষয়ক সম্পাদক তরুন বসু (ঢাকা), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবুর রহমান (খুলনা)।
 
যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটু (ঢাকা), জাকির হোসেন মিলন (ঢাকা), আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), অ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী),  মো. মশিউর রহমান খান (নারায়ণগঞ্জ), শারমীন পারভীন লিজা (শরিয়তপুর), সৈয়দা পারভীন তারেক (নারায়ণগঞ্জ), মনোয়ারা তাহের মানু (ঢাকা), শ্রী সমীর গুপ্ত (বরিশাল), আহমদ শফি রুবেল (দিনাজপুর), মো. গোলাম মোস্তফা (পটুয়াখালী), মাহমুদা রহমান মুন্নি (ঢাকা), ডা. সেলিনা খান (ঝালকাঠি) এবং এস. সালাউদ্দিন (ঢাকা)।
 
যুগ্ম প্রচার সম্পাদক পদে শাহাদৎ কবির চৌধুর (চাঁদপুর), যুগ্ম কৃষি সম্পাদক মো. মোস্তফা কামাল (নোয়াখালী), যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক কবির আহম্মদ সওদার (কক্সবাজার), যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সুমন আশরাফ (কুষ্টিয়া), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো. জহুরুল হক জহির (যশোর),  যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক মাঃ সেকেন্দার আলী মুকুল (পিরোজপুর), যুগ্ম পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকার (বগুড়া), যুগ্ম প্রাদেশিক বিষয়ক সম্পাদক এম. হাবিব উল্লাহ (মানিকগঞ্জ)।
 
কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন শাহানারা বেগম এমপি (রংপুর), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), অ্যাড. রেজাউল করিম বাসেত (নরসিংদী), রাজু আহমেদ লাবলু (মানিকগঞ্জ), প্রফেসর গোলাম মোস্তফা (কুমিল্লা), মো. আরফান আলী (রাঙ্গামাটি),  মো. বজলুর রহমান (ঢাকা), অ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (নড়াইল)।
 
মো. শাহজাহান কবির (নরসিংদী), মো. মামুনুর রহিম (টাঙ্গাইল), মো. হাফিজ উদ্দিন মাস্টার (ময়মনসিংহ), মো. সাইদার রহমান বুলু (নীলফামারী), জসীম উদ্দিন চৌধুরী (ভোলা), মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট), ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী (নোয়াখালী), আলহাজ্ব এমজি মোস্তফা (লালমনিরহাট), মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ (ঢাকা)।
 
হাজী মো. আবুল কালাম আজাদ (ঢাকা), প্রকৌশলী মো. শহীদুল ইসলাম (নরসিংদী), মনোয়ার-ই- খোদা চৌধুরী মন্টি (রাজবাড়ী), মিয়াজী মো. শহীদুল ইসলাম লিটন (ঢাকা), মো. আব্দুস সাত্তার গালিব (ঢাকা), মো. আবু সাদেক সরদার বাদল (ময়মনসিংহ), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট), মিসেস রোজী তালুকদার সিদ্দিকী (শেরপুর), ফজলে এলাহী সোহাগ (নোয়াখালী), রাগিব হাসান চৌধুরী (গাইবান্ধা), বেগম জাহানারা মুকুল (ঢাকা), ড. মেহেজুবুন্নেসা রহমান (নীলফামারী), মিসেস আনোয়ারা কবির (গাজীপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।
 
পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় (সকল পদে নাম ঘোষণার পরে) জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ কমিটির তালিকায় নামের ক্রমানুসার নির্ধারণ করবেন বলে খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসআই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।