ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ ‘মানা হয়নি’, বিস্ময় সৈয়দ আশরাফের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
প্রধানমন্ত্রীর নির্দেশ ‘মানা হয়নি’, বিস্ময় সৈয়দ আশরাফের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশর (আইডিইবি) প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে কাকরাইল আইডিইবি ভবনে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন তিনি।

এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরে আইডিইবি নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিযোগের বিষয়ে বিস্ময় প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও সেগুলো বাস্তবায়ন হয় না! তাহলে আমরা কোনো দেশে আছি। প্রধানমন্ত্রীর নির্দেশ মানা হয় না, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। একটা আইনের শাসনের দেশ, সেখানে আইন অনুযায়ী সবকিছু চলবে এবং এটাই শেখ হাসিনার সরকার। ’ 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘চিন্তা করছি আপনাদের সঙ্গে আমার একটা বৈঠকের প্রয়োজন। যে বিষয়গুলো আপনারা জানিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবো। ’

‘আমি এমন কোথাও শুনি নাই, প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস্তাবায়ন হয় নাই, এটা খুবই ভয়ঙ্কর দৃষ্টান্ত। এ দৃষ্টান্ত শেখ হাসিনার সরকারের নেই। এ ধরনের দৃষ্টান্ত আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই না। সে জন্য আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন। ’

আশরাফ বলেন, ‘এখানেই একটা হলরুম বা অফিস রুমে আলোচনার ব্যবস্থা করা যেতে পারে। যেদিনই আমাকে বলবেন আমি আসবো। যতো সময় দেওয়া প্রয়োজন আপনাদের দেবো। ’

কোন উদ্দেশে, কী কারণে এগুলো আলোর মুখ দেখে না, সেগুলো খতিয়ে দেখা দরকার উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবো। বলবো আপনি নির্দেশ দেয়ার পরও সেগুলো বাস্তবায়ন হয় না। ’

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এর কোনো বিকল্প নেই মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ আইনের দেশ। এখানে অবশ্যই আইনকে সম্মানিত করতে হবে। আইনকে মানতে হবে। আইনকে বাস্তবায়ন করতে হবে। ’ 

সম্মেলনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একে এম এ হামিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোরশেদ খান।

স্বাগত বক্তব্যে পদোন্নতি, প্রাথমিক নিযুক্তিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট, নিয়োগসহ পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আইডিইবি সাধারণ সম্পাদক। পরে সংগঠনের সভাপতিও একই সুরে কথা বলেন। তারা অভিযোগ করেন প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ার পরও তাদের সমস্যা সমাধান হয়নি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।