ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সোহরাব হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত সোহরাব হোসেন

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ২৯৪ ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

নড়াইল: নড়াইল জেলা পরিষদ নির্বাচনে ২৯৪ ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস। তার প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আয়ুব আলী পেয়েছেন ২৪৩ ভোট।

এছাড়া, সংরক্ষিত ১নং মহিলা কাউন্সিলর পদে সাবিনা ইয়াসমিন, ২নং মোসা. রানী, ৩নং নাজনীন সুলতানা রোজী, সংরক্ষিত ৪নং রওশন আরা লিলি এবং সরক্ষিত ৫নং জেসমিন সুলতানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রায়হান ফারুকী, ২নং হাদিউজ্জামান, ৩নং মাসুদ রানা, ৪নং মো. সামিউল আলম, ৫নং ইকবাল শেখ, ৬নং মো. সাইফুল ইসলাম, ৭নং মো. শরিফুল ইসলাম, ৮নং মো. বরকত হোসেন, ৯নং বিপ্লব বিশ্বাস, ১০নং মো. ওবায়দুর রহমান, ১১নং শেখ মো. সুলতান মাহমুদ, ১২নং এ শেখ রিয়াজ মাহমুদ, ১৩নং প্রবীর কুমার কুন্ডু, ১৪নং শেখ সাজ্জাদ হোসেন ও ১৫নং এস বি এম সাইফুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হন।

জেলা রিটার্নিং কর্মকর্তা এবং নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।