ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে জেলা বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিরাজগঞ্জে জেলা বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুরাল পৌর এলাকার বাসিন্দা।

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) পরেশ চন্দ্র মহন্ত বাংলানিউজকে জানান, ন‍ুরালের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় মালশাপাড়া মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।