ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় থেকে শতাধিক সাংবাদিককে হত্যা করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বিএনপি ক্ষমতায় থেকে শতাধিক সাংবাদিককে হত্যা করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থেকে শতাধিক সাংবাদিককে হত্যা ও নির্যাতন চালিয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হুমায়ূন কবির বালু, মানিক সাহা, শামছুর রহমানের মতো প্রতিষ্ঠিত সাংবাদিককে হত্যা করেছে।

তাদের এই হত্যাকাণ্ড বিশ্ব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। একইসঙ্গে আওয়ামী লীগের ২১ হাজারেরও বেশি নেতাকর্মীকে হত্যা ও নির্যাতন করেছে। আর এখন বিএনপি যদি বলে আওয়ামী লীগ সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করছে, তাহলে এটি হবে ভূতের মুখে রাম রাম প্রলাপের মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহা-পরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম-সেবাসহ জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।