ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়িতে পৌর বিএনপির বর্ধিত সভায় হামলা, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
সোনাইমুড়িতে পৌর বিএনপির বর্ধিত সভায় হামলা, আহত ১০

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পৌর বিএনপির বর্ধিত সভায় হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সংবাদ সংগ্রহকালে আহত হয়েছেন টিভি চ্যানেলের তিন ক্যামেরাপার্সনসহ ১০ নেতাকর্মী।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন-বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের ক্যামেরাপার্সন হাসান, ডিবিসি নিউজের বিজয়, স্থানীয় বিএনপি কর্মী সাইফুল, দিপু, রাসেল, সুজন, খালেদ, সাদ্দামসহ ১০ জন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।