ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ বছর পর শনিবার রামগঞ্জে আ.লীগের সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
১৪ বছর পর শনিবার রামগঞ্জে আ.লীগের সম্মেলন কাউন্সিলে পদ প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা

লক্ষ্মীপুর: আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। প্রায় ১৪ বছর পর শনিবার (১৫ জুলাই) রামগঞ্জ শিশু পার্কে এ সম্মেলন হবে। 

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সম্মেলন সফল করতে ইতিমধ্যে জেলা ও উপজেলা এবং সম্মেলন প্রস্তুতির জন্য গঠন করা ৬টি উপ-কমিটির নেতারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

দলীয় সূত্র জানায়, ২০০৩ সালে মো. শাহজাহানকে সভাপতি ও আ ক ম রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৬৫ সদস্য বিশিষ্ট করা হয়। এ কমিটির দায়িত্বশীল ৮ জন নেতা ইতিমধ্যে মারা গেছেন। আর অধিকাংশ নেতা রাজনীতি নিষ্ক্রিয়। তাদের পদ শুধু মুখে-মুখে।  

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের (মৃত ৮ জন বাদে) ৫৭ জন, ১০টি ইউনিয়নের ৩১ জন করে ৩১০ ও বিশেষ বিবেচনায় ১৫ জন সহ মোট ৩৮২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, সভাপতি পদে উপজেলা কমিটির বর্তমান সভাপতি মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, সফিক মাহমুদ পিন্টু ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন খান বাবুল কেন্দ্র ও স্থানীয়ভাবে জোর লবিং চালাচ্ছেন।  

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, উপজেলা কমিটির সহ-সভাপতি মনির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ ও উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্যা জিসান প্রার্থী হয়েছেন।  

তাদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা আকবর, দেওয়ান বাচ্চু, বেলাল ও জিসানকে ঘিরে এখন তৃণমূল পর্যায়ে আলোচনা চলছে।

এদিকে, কাউন্সিলরদের ভাষ্যমতে, গোপন ব্যালটের মাধ্যমে তারা নেতা নির্বাচিত করতে চান। এর মাধ্যমে যাদের দলের জন্য শ্রম রয়েছে, নির্যাতিত নেতাকর্মীরা সব সময় যাদের পাশে পেয়েছেন-এমন নেতাদের নির্বাচিত করবেন তারা।

সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ মমিন পাটওয়ারী বলেন, সম্মেলনে প্রায় ৩০ হাজার নেতাকর্মী উপস্থিত হবেন। আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, আমি নেতৃত্বে আসার পর পরিকল্পিতভাবে রামগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি বানিয়েছি। এক সময় এখানে বিএনপি ছাড়া কথা ছিল না। দলের সিদ্ধান্তে এখন এমপি, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ প্রায় সকলস্থানে আওয়ামী লীগ নেতারা পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছেন। দলও বেশ সুসংগঠিত। দল আমার রাজনৈতিক শ্রমের মূল্যায়ন করবে।  

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, একটি শৃঙ্খলাপূর্ণ সম্মেলন আয়োজন করা হয়েছে। এনিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘন্টা, জুলাই ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।