ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম চলাকালে শনিবার (২২ জুলাই) বিকেলে তেরোখাদিয়ায় অবস্থিত সিটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। 

এর আগে গত জুন মাসে জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর পরদিন মহানগর বিএনপির কর্মী সম্মেলনেও একই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা এবং নতুন সভাপতি তোফাজ্জল হোসেন তপু গ্রুপ সমর্থিত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।  

শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শালসহ স্থানীয় শীর্ষ নেতারাও অংশ নেন।

অনুষ্ঠানে নেতারা বক্তব্য দেওয়ার সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহম্মেদ ডিকো বক্তব্য দিতে চান। কিন্তু তাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। এ সময় তার সমর্থকরা হইচই শুরু করে, বিক্ষুব্ধ হয়ে চেয়ার ভাঙচুর করে। এসময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা বাধা দিলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। একপর্যায়ে কনভেনশন সেন্টারের বাইরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে বাইরে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সেন্টারের ভেতরে সংঘর্ষ চলাকালে পুলিশ বাইরে দায়িত্ব পালন করছিল। নেতাকর্মীরা বাইরে আসার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসএস/জিওয়াই/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।