ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসী, মাদকাসক্ত দলের সদস্য নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
সন্ত্রাসী, মাদকাসক্ত দলের সদস্য নয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

বরিশাল: যারা সন্ত্রাসী, সাম্প্রদায়িক ও মাদকাসক্ত তাদের কাউকে দলের সদস্য করা যাবে না। তবে যদি কেউ মাদক ছেড়ে সংশোধন হয়ে আসতে পারে তবে বিষয়টি বিবেচনা করা হবে। ভালো আচরণ দিয়ে জনগণকে খুশি করতে হবে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বরিশাল মহানগর কমিটি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ফেসবুক-টুইটারে একটা ছবি দেখলাম।

চিকিৎসার নামে লন্ডনে বসে আওয়ামী লীগ সরকার হটানোর ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। পাকিস্তানের সহায়তায় আইএসকে নিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন খালেদা জিয়া। আর আমাদের রাজপুত্র (তারেক রহমান) সাড়ে ৮ বছর ধরে টেমস নদীর তীরে বসে দিন গুণছে আবার কবে আসবে হাওয়া ভবনে। লুন্ঠন, দুঃশাসনের রাজত্ব কায়েম করবে। কিন্তু ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকার হটানো যাবে না।
 
মন্ত্রী বলেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতি মানুষ গ্রহণ করেনি। আন্দোলনের নামে সাড়ে আট বছর হয়েছে বিএনপির আন্দোলন জমেনি, আগামীতে তারা ক্ষমতায়ও আসতে পারবে না।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির নেতাকর্মীরা মারামারি করছে। কিন্তু আমাদের মধ্যে এগুলো হচ্ছে না, হবে না। দলের উপর কন্ট্রোল না করেই বিএনপি জনসমাবেশের আয়োজন করে, কিন্তু দলের উপর আমাদের কন্ট্রোল আছে।

কাদের বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করতে হবে।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম আব্বাস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুচ এমপিসহ অন্যরা।
 
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।