ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সদস্য সংগ্রহের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
সদস্য সংগ্রহের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চায় বিএনপি আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিমের সদস্য নবায়ন ফরম গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। ছবি ও ভিডিও: মবিনুল ইসলাম।

ঢাকা: সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (০৯) সকালে ঢাকা বার ভবনে আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
 
ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, মকবুল হোসেন ফকির, আব্দুল্লাহ মাহমুদ হাসান, গোলাম মোস্তফা খান, ওমর ফারুক ফারুকী প্রমুখ উপস্থি ছিলেন।

 
 
সকাল সাড়ে ১০ টা ৫৫ মিনিটে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বারের সভাপতি খোরশেদ আলম।
 
ঢাকা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম নিজাম ১০ টাকা ফি মহাসচিবের হাতে তুলে দিয়ে সদস্য নবায়ন ফরম গ্রহণ করেন। এর মধ্য দিয়েই ঢাকা বার আয়োজিত বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়।
 
বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব বলেন, আইন পড়া হয়েছিল, কিন্তু পরীক্ষা দেওয়া হয়নি। এখন আমার মনে হয়, সেটা ছিল ভুল। এতো মামলায় প্রতিদিন কোর্টে হাজির হতে হয়। আগে যদি বিষয়টি জানতাম, তাহলে পরীক্ষা দিয়ে কালো কোর্ট পরে কোর্টেই থাকতাম।
 
বিশেষ কৌশল মাথায় রেখে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণত জাতীয় কাউন্সিলের আগে সদস্য সংগ্রহ শুরু হয়। কিন্তু এবার বিশেষ একটি কৌশল মাথায় রেখে এটি শুরু করা হয়েছে। কারণ বর্তমান ফ্যাসিবাদী সরকার আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
 
মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশ গভীর সংকটে পড়েছে। এটি এখন আর কথার কথা নয়-প্রমাণিত। গত কয়েক দিন আগে আপিল বিভাগ ষোড়শ সংশোধনীর রায়ে যে অবর্জাভেশন (পর্যবেক্ষণ) দিয়েছেন, সেটা বাংলাদেশের রাজনীতি, সমাজ ও শাসন সম্পর্কে জানার জন্য যথেষ্ঠ।
 
ফখরুল বলেন, এই অবর্জাভেশনটিকে আমি ঐতিহাসিক দলিল বলবো। এটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট। একটা দেশের চলমান অবস্থা নিয়ে ইতোপূর্বে এ ধরনের বক্তব্য কোনো আদালত দিয়েছে বলে আমাদের জানা নেই। এই অবজার্ভেশনে ১৬ কোটি মানুষের প্রাণের কথা বলা হয়েছে।
 
‘এরই মধ্যে সরকারের মন্ত্রিসভা, অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন, সেটি আদালত অবমাননার পযায় পড়ে কিনা, সেটা আপনারা (আইনজীবী) ভালো বলতে পারবেন,’ বলেন বিএনপি মহাসচিব।  
 
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমআই/এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।