ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ আদিবাসীদের পক্ষে রাজনীতি করে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
আওয়ামী লীগ আদিবাসীদের পক্ষে রাজনীতি করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বক্তব্য রাখছেন।

মধুপুর (টাঙ্গাইল): আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ আদিবাসীদের পক্ষে রাজনীতি করে। প্রতিকূলতার মধ্যেই আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়েছে এবং হচ্ছে।

বুধবার (৯ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে।

ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সর্বদা সচেষ্ট। কিন্তু এই অসাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপতৎপরতায় সর্বদা লিপ্ত বিএনপি-জামায়াত। আওয়ামী লীগের রাজনীতি আদিবাসীদের পক্ষে।  

এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আদিবাসী বান্ধব আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান।

জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্বে ১১টি উন্নয়ন সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ও বিশ্ব আদিবাসী উদযাপন কমিটির আহ্বায়ক মি. ইউজিন নকরেক।  

এতে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সহ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, বাপ্পু সিদ্দিকি, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল মুরং, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পিউ ফিলোমিনা মুরং, মি. বেনেডিক্ট মাংসাং ও  জলছত্র এসিডিএফ এর সভাপতি মি. অজয় এ মৃ প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জলছত্র বাজার এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে আদিবাসী গারো শিশু কিশোরেরা নাচ পরিবেশন করে। টিআইবি’র ইয়েস গ্রুপ গম্ভিরা মঞ্চস্থ করে। অনুষ্ঠানে মধুপুর গড় এলাকার আদিবাসী গারো নারী পুরুষ, শিশু কিশোর, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।