ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগ নেতা শাহীনকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ছাত্রলীগ নেতা শাহীনকে দেখতে হাসপাতালে শিক্ষামন্ত্রী হাসপাতালে শিক্ষামন্ত্রী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেটে ছাত্রশিবিরের হামলায় গুরুতর আহত ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা শাহীন আহমদকে দেখতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি কর্তব্যরত ডাক্তারদের কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বাংলানিউজকে জানান, শিক্ষামন্ত্রী এ সময় শাহীনের মা-বাবা ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন এবং তার সুচিকিৎসার বিষয়ে তাদের আশ্বস্ত করেন।

এসময় শিবিরের বর্বর, নৃশংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে শিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সোমবার (৭ আগস্ট) দুপুরে নগরীর সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগ কর্মীদের কুপিয়ে জখম করে শিবির ক্যাডাররা। পরে আহতদের মধ্যে মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী শাহীন আহমদ (২১) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি হাত কেটে ফেলতে হয়েছে।

এছাড়া আসিফ জালালাবাদ কলেজের শিক্ষার্থী আবুল কালাম আসিফ সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।