ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রী পটলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
সাবেক প্রতিমন্ত্রী পটলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ফজলুর রহমান পটলের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১১ আগস্ট) সকালে গৌরিপুর গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা।

পরে সকাল ১১টার দিকে তার বাস ভবনের সামনে উপজেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে এক স্মরণসভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনার রশীদ পাপ্পু, পটলের স্ত্রী কামরুন নাহার শিরিন, ছেলে ডা. ইয়াসির আশরাফ রাজন, পৌর বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লুলু, যুবদলের আহ্বায়ক আরিফুল হক প্রমুখ।

পরে বাদ জুম্মা উপজেলার সব মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনা করা হয়।

শেষে পরিবারের আয়োজনে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন মরহুমের স্ত্রী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। এসময় লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিএনপির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।