ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি গর্ত থেকে বেরিয়ে এসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএনপি গর্ত থেকে বেরিয়ে এসছে

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর গর্ত থেকে বেরিয়ে এসেছে। যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারে। তাই আপনাদের প্রস্তুত থাকতে হবে। 

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এ বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ফজলে নূর তাপস এমপি প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

ওবায়দুল কাদের বলেন, বিগত সাড়ে আট বছর ধরে গর্তে থাকা দলটি সুপ্রিম কোর্টের রায়ের পর এভাবে কথা বলছে, যেন তারা ক্ষমতার সিংহ দরজার কাছাকাছি চলে এসেছে। আবার গর্ত থেকে উঠে এরা লাফালাফি শুরু করে দিয়েছে।  

তিনি আরো বলেন, বিএনপি নামক দলটি বিষধর সাপের মত সুযোগ পেলেই ছোবল দিবে। বিএনপির শাসনামল মানেই সারি সারি লাশ। তারা আবার ক্ষমতায় এলে ভয়ঙ্কর অমানিসায় পতিত হবে।

মন্ত্রী বলেন, আবার আমরা দুঃসময়ে পতিত হয়েছি, আবার আমরা চক্রান্ত্রের মুখে পড়েছি, আবারো ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে নস্যাৎ করার জন্য একটি দল বিষধর সাপের মত ছোবল দিতে চাচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিক ভাবে প্রস্তুত থাকতে হবে।  

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ওবায়দুল কাদের বলেন, জেনে খুব খুশি হয়েছি, এখানে টাকা পয়সা নিয়ে কমিটি করা হয় না। এটা যারা করে তারা দল ও নিজের ক্ষতি করে, এমনকি দেশের ক্ষতি করে। যোগ্য কর্মীদের মূল্যায়ন করবেন।  

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, শিকড় থেকে একটুও নড়বে না। আপনারা ভোগ নয়, ত্যাগ করতে শিখুন। রাজনীতিতে ভোগ আসবে। টাকা পয়সা নিয়ে খারাপ লোকদের দলে টানবেন না।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এমইউ/এমএফআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।