ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পাকিস্তানের পাতা ফাঁদে পা দিয়েছেন প্রধান বিচারপতি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
‘পাকিস্তানের পাতা ফাঁদে পা দিয়েছেন প্রধান বিচারপতি’ জাসদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ; ছবি- সুমন শেখ

ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে প্রধান বিচারপতি পাকিস্তানের পাতা ফাঁদে পা দিয়েছেন বলে মন্তব্য করেছেন  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

সোমবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত '১৫ আগস্ট জাতীয় শোক দিবস' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আর খালেদা জিয়া পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।

মুক্তিযুদ্ধের দুশমনরা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক পাল্লায় বিচার করতে চান।  

আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে, ১৫ আগস্টের খুনি এবং ২১ আগস্টের খুনিদের সঙ্গে কোন অবস্থায় আপোস করতে চাই না।  

শেখ হাসিনার নেতৃত্বে কিছুদিন পর ঘুরে দাঁড়ানোর যুদ্ধ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এ যুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে।  

এ সময় জাসদের নেতা ওবায়দুর রহমান চুন্নুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাসদের সহসভাপতি মীর হোসেন আক্তার, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার হোসেন, জাসদের সহসভাপতি শফিউদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।