ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৮ নভেম্বরের সমাবেশ ঘিরে ব্যাপক উদ্দীপনা না’গঞ্জ আ’লীগে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
১৮ নভেম্বরের সমাবেশ ঘিরে ব্যাপক উদ্দীপনা না’গঞ্জ আ’লীগে

নারায়ণগঞ্জ: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘নাগরিক সমাজ’ এর ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

৭ মার্চের ভাষণকে ইউনেস্কো সম্মাননা দেয়ায় অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে ব্যাপক লোক সমাগমের প্রত্যাশা করছে জেলা আওয়ামী লীগ।

 

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক নিয়ে সমাবেশে অংশ নেবে বলে জানা গেছে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে।

ইতোমধ্যেই দলের কেন্দ্রীয় নেতারা দলের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতা ও সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশে যোগদানের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। নেতারাও তাদের সর্বোচ্চ সমাগমের ব্যাপারে নেতাদের আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশে যোগদানের লক্ষ্যে প্রস্তুতি সভাও হয়েছে।

এদিকে জেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভা না করলেও তারা নানাভাবে দলের জেলার এবং থানাগুলোর নেতাদেরকে সমাবেশে সর্বোচ্চ সমাগমের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সমাবেশকে গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সকলকেই সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে কারণ উক্ত সমাবেশে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন।

নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকেও বিশাল সমাগম প্রত্যাশা করছেন দলের নেতারা। তারা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাথেও যোগাযোগ করে সকলকে সমাবেশে তাদের কর্মী সমর্থকদের বিশাল জমায়েতের ব্যাপারে আহ্বান জানিয়েছেন। নেতারা প্রত্যাশা করছেন প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীই তাদের নির্বাচনী এলাকায় নিজ নিজ অবস্থান জানান দেবেন নেতাকর্মীদের বিশাল সমাগমের মাধ্যমে।

শুধু জেলা ও মহানগর আওয়ামী লীগই নয় দলের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ শো-ডাউনের প্রস্তুতি। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ প্রায় সকল সংগঠনের নেতাকর্মীরাই ব্যাপকভাবে নেতাকর্মী সমাগমের মাধ্যমে কেন্দ্রে শো-ডাউন করবে। প্রতিটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ইতোমধ্যে নারায়ণগঞ্জের দায়িত্বশীল নেতাদের সাথে যোগাযোগ করেছেন এ ব্যাপারে। নেতাকর্মীরাও তাদেরকে ব্যাপক শো-ডাউনের ব্যাপারে জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, আমাদেরকে কেন্দ্র থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সমাবেশে যোগ দেবো। নেতাকর্মী সমাগম বলতে আমাদের সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবেই সমাবেশে উপস্থিতির জানান দেবে। নেতাকর্মীরা সমাবেশের ব্যাপারে ব্যাপক উৎসাহী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।