ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাষণ নিগৃহীত জাতির অধিকার আদায়ে অনুপ্রেরণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
বঙ্গবন্ধুর ভাষণ নিগৃহীত জাতির অধিকার আদায়ে অনুপ্রেরণা

ঢাকা: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে পৃথিবীর নিগৃহীত নিপীড়িত জাতির অধিকার আদায়ের অনুপ্রেরণা ও শক্তি জোগাবে বলে মন্তব্য করেছেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। 

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিশ্ব ঐহিত্য প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আনিসুজ্জামান বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি দিয়ে বাংলাদেশ অসাধারণ সম্মানিত করেছে।

এ ভাষণ এখন পৃথিবীর সম্পদে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণকে পৃথিবীর নানা ভাষায়,অনুবাদ করে ছড়িয়ে দিতে হবে। শোষিত জাতি এ ভাষা থেকে অনুপ্রেরণা খুঁজবে। বঙ্গবন্ধু আমাদের একান্ত সম্পদ। তবে তিনি সমগ্র বিশ্বেরেও।  

জাতীয় এ অধ্যাপক বলেন, তৎকালিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের 'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম... এ বাক্যটি শুনেই বুঝতে পেরেছি, পৃথিবীর বুকে নতুন দেশ, জাতির জন্ম হলো। অনুধাবন করেছিলাম তার ভাষণের তাৎপর্য।

অনানুষ্ঠানিক এ ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেই। মুক্তিযুদ্ধের পুরো সময় কারাগারে ছিলেন, কিন্তু আমরা তার ভাষণে শক্তি সঞ্চয় করে স্বাধীনতার দুরন্ত লক্ষ্য অর্জন করি।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।