ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৮ দিনের রিমান্ডে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
৮ দিনের রিমান্ডে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল

ঢাকা: ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার পৃথক দুই মামলায় শনিবার (১৮ নভেম্বর) শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এ আদেশ দেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় পাঁচদিন এবং একই থানায় দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে আকরামুল হাসান মিন্টুকে আদালতে হাজির করে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় থানার এসআই সোমেন কুমার বড়ুয়া ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে আদালত পাঁচ ও তিনদিন মিলে মোট আটদিন রিমান্ডের আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, এরফান উদ্দিন খান ও ইকবাল হোসেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আকরামুল। ফেরার পথে পল্টন মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।