ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘স্বাধীনতাবিরোধীদের সঠিক জবাব দিয়েছে রংপুরবাসী’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘স্বাধীনতাবিরোধীদের সঠিক জবাব দিয়েছে রংপুরবাসী’  দিনাজপুরে ওয়ার্কার্স পার্টির সমাবেশে রাশেদ খান মেনন

দিনাজপুর: স্বাধীনতাবিরোধীদের রংপুরবাসী সঠিক জবাব দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবনারী ও আদিবাসী সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  
 
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক জঙ্গিবাদ ধ্বংস করতে হবে।

সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে ৭১ এর ন্যায় যুদ্ধ করে পরাজিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থীকে নির্বাচিত করে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করতে হবে।  

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা আগুন দিয়ে মানুষ হত্যা করে। দেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্র করছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের রংপুরে জবাব দিয়েছে।  রংপুরে নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও তারা সেটা মানতে নারাজ। ভালো নির্বাচন করলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগের শেষ নেই।  


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-  কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, কমরেড নজরুল ইসলাম হাক্কানী, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো. হবিবর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রবিউল আউয়াল খোকা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক মুজাহিদ সরকার, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তি দিনাজপুরের শামীম আক্তর শিখা প্রমুখ।

সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঘোষিত ২১ দফা দাবি আদায়ের সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।