ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিনদফা দাবিতে বরিশালে বাসদের মানববন্ধন-বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
তিনদফা দাবিতে বরিশালে বাসদের মানববন্ধন-বিক্ষোভ তিনদফা দাবিতে বরিশালে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

বরিশাল: হোল্ডিং ট্যাক্স কমিয়ে নাগরিক সুবিধা বাড়ানোসহ তিনদফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছির করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাসদের বরিশাল জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, মহিলা পরিষদ সাধারন সম্পাদিকা পূস্প রানী চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য বদরুদ্দোজা সৈকত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্র, শ্রমিক ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক এইচ এম ইমন, আবু তালেব সবুজ, ব্যাটারি চালিত শ্রমিক-মালিক সমিতি সংগ্রাম পরিষদের সভাপতি শাহজাহান মিস্ত্রি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, 'বরিশাল নগর সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সেবার মান উন্নয়ন না ঘটলেও জনসাধারণের হোল্ডিং ট্যাক্সের পরিমাণ বেড়েই চলছে। নির্বাচনী ইশতিহারে জনপ্রতিনিধিরা এটা বাড়াবো না ওটা বাড়াবো না, নাগরিক সেবা দিয়ে যাবো এ কথা বলে আসলেও কার্যত বরিশালে সাধারণ মানুষের বাড়িঘরের হোল্ডিং ট্যাক্স বেড়েই চলছে।

বক্তারা বলেন, কীর্তনখোলা নদীর চরে গড়ে ওঠা রসুলপুর কলোনি। যেখানে এ নগরের ভোটার রয়েছেন কয়েকহাজার। শ্রমজীবী দরিদ্র ওই মানুষরা নাগরিক সুবিধার ছিটে ফোঁটাও পাচ্ছেন না। তারা এই শহরের মানুষ হয়েও আজ মাসের পর  বিদ্যুৎবিহীনভাবে দিন-রাত কাটাচ্ছেন। দুর্বিসহ জীবন-যাপন করছেন।

অপরদিকে দরিদ্র জনগোষ্ঠীর যারা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আয় উপার্জন করতো, তাদেরও আজ তা চালাতে দেওয়া হচ্ছে। সেসব গাড়ি আটক করে আজ প্রশাসন গরিবের উপার্জনের পথ বন্ধ করে দিচ্ছে। তাই এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনের আগে বাসদের বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের উপস্থিতিতে নগরে বিক্ষোভ মিছিল করা হয়।

বাসদের তিনদফা দাবিগুলো হচ্ছে, হোল্ডিং ট্যাক্স কমিয়ে নাগরিক সুবিধা বাড়ানো, রসুলপুরে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়া এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া ও বিকল্প কর্মসংস্থান ছাড়া রিকশা উচ্ছেদ বন্ধ করা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।