ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির সভা ডেকেছেন খালেদা

ঢাকা: প্রায় ২ বছর পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ৩ ফেব্রুয়ারি এ সভা অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের মার্চে কাউন্সিল হওয়ার পর এটাই প্রথম জাতীয় নির্বাহী কমিটির বৈঠক।  

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর এ তথ্য জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা কোথায় হবে তা জানা যায়নি।

গত কমিটির সভা হয়েছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। নতুন ৫০২ সদস্যের বৈঠক গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৬ মাসে হওয়ার কথা।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সূত্র আরও জানায়, বর্ধিত সভা হওয়ার কারণে নির্বাহী কমিটির সদস্য ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি ওই সভায় উপস্থিত থাকবেন।

৮ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নির্বাহী কমিটির এ সভাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের সিনিয়র নেতাদের মতে, এ মামলায় দলীয় প্রধান যদি জেলে যেতে হয় তাহলে দলের পরবর্তী করণীয় কি হবে বা আন্দোলনের বিষয়ে নেতাদের মতামত নেওয়া হবে। সভায় খালেদা জিয়া নেতাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।