ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমাদের নীতি ও দল একটাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
আমাদের নীতি ও দল একটাই লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন শাজাহান খান

নোয়াখালী: নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমরা আয়না দেখে এসেছি। আমাদের নীতি ও দল একটাই। আপনারা ভালো করে আয়নায় মুখ দেখেন। আপনাদের দলে অনেক বহুরূপীর ভিড়। তারা বার বার দল পাল্টায়। তাদেরই উচিত (বিএনপি) নানা অপকর্ম আর মুখোশ উন্মোচনে আয়না দেখা।’

শুক্রবার (০২ মার্চ) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে নৌপরিবহন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জিএমডিএসএস এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম স্থাপন প্রকল্পের আওতায় নিঝুম দ্বীপে ২.৪৭ একর জমির উপর ৭.১৬ কোটি টাকা ব্যয়ে লাইটহাউজ ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।


এসময় মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘ তিনি সবসময় দেশ ও জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন।

তিনি তার জন্মদিন নিয়েও মিথ্যাচার করেছেন। একজন মানুষ কয়বার জন্মগ্রহণ করে। কিন্তু তিনি চারবার জন্মগ্রহণ করেছেন। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএম ইউছুপ আলী প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিউদ্দিন মুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আফসার রাহাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।