ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আমরা জেলে যেতে চাইলে খালেদা মুক্ত হবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আমরা জেলে যেতে চাইলে খালেদা মুক্ত হবেন প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: বাংলানিউজ

ঢাকা: আমরা যদি ভয় না পেয়ে জেলে যেতে চাই, তবে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবেন শেখ হাসিনা।

রোববার (এপ্রিল ২২)  বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র বলেন, জেলখানায় আর্থিক সামর্থ্যবানদের জন্য এসিও দেওয়া হয়।

কিন্তু আমাদের নেত্রীকে যেভাবে রাখা হয়েছে সেটা মানসিক ভাবে নির্যাতন ছাড়া আর কিছুই নয়।

এছাড়াও দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নুরুল আমিন ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএইচ/এসএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।