সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ তিন সিটি করপোরেশন নির্বাচন ছিল।
নির্বাচনকে বিতর্কিত করার প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের দেশে যতো নির্বাচনই হোক না কেনো, সেটা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও সে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়।
বিএনপিসহ অন্যান্য দলগুলো নির্বাচন বর্জন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কি-না? এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কেউ যদি নিজের পরাজয় বুঝে নির্বাচন বর্জন করে, সেক্ষেত্র আমার তো কিছু বলার নেই। এ ধরনের নির্বাচনে তো জোর-জবরদস্তিরও কিছু নেই। কারণ এখানে কাউন্সিলর প্রার্থীরা থাকেন শক্ত অবস্থান নিয়ে। সেখানে চাইলেই তো কেউ গোলযোগ সৃষ্টি করতে পারবে না।
তিনি বলেন, বরিশালে বিএনপির যে মেয়র প্রার্থী, তার কেন্দ্র কোথায় তিনি সেটা জানেন না, তার ভোটার নম্বর কতো সেটা তিনি জানেন না। তিনি গেছেন অন্য কেন্দ্রে ভোট দিতে। তিনি যদি বলেন কারচুপি হচ্ছে, সেটা কিভাবে মানা যায়? আর একটা প্রার্থী যদি নিজের ভোটার নম্বর, ভোটার কেন্দ্র না জানেন, তার মানে তিনি নিজেও তো মানসিকভাবে ভোটে জেতার জন্য প্রস্তুত ছিলেন না।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এইচএমএস/টিএ