সোমবার (৬ আগস্ট) জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের শরিক ইসলামী মহাজোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলটির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লিবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ একথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এসময় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক আগামী সংসদ নির্বাচনে তার জোটের আগ্রহী প্রার্থীদের একটি তালিকা জোট চেয়ারম্যান পল্লিবন্ধু এরশাদের হাতে হস্তান্তর করেন।
এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খানসহ প্রমুখ নেতারা।
ইসলামী মহাজোটের মধ্যে বক্তব্য রাখেন-ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক, মহাসচিব মাওলানা আবু হাসনাত, আলহাজ্ব মাওলানা আলতাফ চৌধুরী, মুফতি মোর্শেদ, মাওলানা আব্দুল্লাহসহ প্রমুখ নেতারা।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআই/আরআর