তিনি বলেন, আমির খসরু মাহমুদের টেলিফোন সংলাপে এটি পরিষ্কার যে নিরাপদ সড়কের আন্দোলন এখন আর কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন এখন ভিন্নখাতে প্রবাহিত করার নীল নকশায় পরিণত হয়েছে।
সোমবার (০৬ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সারে আক্রান্তদের চেক প্রদান ও জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আন্দোলন ভিন্নখাতে নিতে সরকারই চক্রান্ত করছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
হানিফ বলেন, আমির খসরুকে সমর্থন দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে প্রমাণ করেছেন, বিএনপি নিজেই এ ষড়যন্ত্রের অংশ। এদের লক্ষ্যই হচ্ছে অরাজকতা সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল করা।
নিরাপদ সড়কের দাবির প্রতি বিএনপির কোনো সমর্থন নেই, তাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না আর আওয়ামী লীগও তা বরদাস্ত করবে না। আর এ ধরনের ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না, যোগ করেন হানিফ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসআই