ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুমের পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
বকশীগঞ্জে বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুমের পদত্যাগ

জামালপুর: দল পরিচালনায় ব্যর্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
 
এ সময় লিখিত বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, আমি দীর্ঘদিন  ধরে দল থেকে দেওয়া এ দায়িত্ব পালন করে যাচ্ছি।

 কিন্তু  পরিশ্রম করেও দলের মধ্যে কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি নাই। তাই আমি মনে করি এটা আমার নেতৃতের ব্যর্থতা। যেহেতু আমি উপজেলা বিএনপির সদস্য সচিব সে হিসেবে আমার ওপর বিএনপির নেতৃত্ব বা কাঠামো বিদ্যমান, সেহেতু  ব্যর্থতা  আমার ঘাড়েই পড়ে। তাই আমি ব্যর্থতা মেনে নিয়ে এবং আমার  পারিবারিক অসুবিধার জন্য নিজ ইচ্ছায় সজ্ঞানে বিএনপি  থেকে অব্যাহতি নিচ্ছি।
তিনি উপজেলা বিএনপি সদস্য সচিবের পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন বলেন, এটি ভুল বোঝাবুঝির এক পর্ায়ে হয়েছে। আশা করছি খুব কম সময়ের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।