ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
‘জনগণকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে সরকার’ যুব সমাবেশে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান/ছবি: শাকিল

ঢাকা: শাসকগোষ্ঠী যখন দুর্বল হয়ে পড়ে, তখন তারা স্বৈরাচারী হয়ে যায়। বর্তমান সরকারের অবস্থাও ঠিক তেমন। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাই তারা জনগণকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টাকে রুখতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।

বুধবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী যুব সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান একথা বলেন।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ।

শিশু-কিশোরদের দাবি মেনে নিয়ে সরকার সংসদে যে আইন পাস করেছে তা যথার্থ নয় মন্তব্য করে নোমান বলেন, সরকারি দলের মন্ত্রীদের এ আইনকে শিশু-কিশোর, পরিবহন শ্রমিক, মালিকপক্ষ কেউই গ্রহণ করেনি।  

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়ক সরকার, নির্বাচন কমিশনের পরিবর্তন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এছাড়া আগামী নির্বাচন হতে হবে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে। সরকারের পদত্যাগ, সরকারের নির্বাচন কমিশনের পরিবর্তন ছাড়া এদেশে কোনো নির্বাচন সম্ভব নয়।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবীর রিজভী ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।