মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে নৌ-পুলিশ ফাঁড়ি, কালাইয়া বন্দরের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের পুরস্কৃত করা হয়েছিলো।
এসময় কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল নৌ-পুলিশের সুপার কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, পটুয়খালী জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন অলক, শিক্ষা প্রকৌশল অধিদপতরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২০১৮
এমএস/ওএইচ/