মঙ্গলবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মিলনায়তনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। রুয়েট প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভায় আয়োজন করা হয়।
মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে এতো ভালোবাসতেন যে, তিনি বেঁচে থাকলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতেন। তাকে পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হলো। আমরা বাঙালিরা এতোই অকৃতজ্ঞ জাতি।
তিনি আরও বলেন, বিএনপির জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন। তিনি জানতেন সেদিন রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। পরদিন দায়িত্ব নেওয়ার জন্যে তিনি প্রস্তুতি নিয়েছিলেন। যে বঙ্গবন্ধু তাকে বারবার প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিলেন, সেই অকৃতজ্ঞ জিয়া নেপথ্যে থেকে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল।
খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্ন সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এ দেশ সোনার বাংলা হলে বঙ্গবন্ধু ও শহীদদের আত্মা শান্তি পাবে।
সভাপতির বক্তব্যে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ বলেন, নদীর স্রোত হয়তো শেষ হয়ে যাবে, সময় বয়ে যাবে, কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতাকে আর পাওয়া যাবে না। মহান নেতা বঙ্গবন্ধু বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে মহামানবে পরিণত হয়েছিলেন। বাঙালির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি সবাইকে মুক্তিযুদ্ধের জন্যে একত্রিত করতে পেরেছিলেন। তিনি একজন সফল রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-পুরকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. শামীমুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররফ হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক এনএইচএম কামরুজ্জামান সরকার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রুয়েট ছাত্রলীগের সভাপতির নাঈমুর রহমান নিবিড় প্রমুখ।
মতবিনিময় সভায় রুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসএস/ওএইচ/