ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বাম গণতান্ত্রিক জোটের ঢাকার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলার সমন্বয়ক নীপেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি একে আজাদ, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সদস্য হারুন অর রশীদ, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক সাইদুর রহমান, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার সদস্য নবীন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর বাম গণতান্ত্রিক জোটের ১১ দফা সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করে। এতে দলের একাধিক নেতাকর্মী আহত হন।

বক্তারা আরও বলেন, এ হামলার ঘটনায় যেসব পুলিশ কর্মকর্তারা জড়িত  তাদের বিচার দাবি করছি।

সমাবেশে থেকে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭০১ সেপ্টেম্বর ২২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।