ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ আটক ৬৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ২ কর্মীসহ আটক ৬৬

ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ মোট ৬৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে হাত বোমা ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানা যায়।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জেলাব্যাপী মাদক ও নাশকতাবিরোধী পুলিশের বিশেষ অভিযান চালছে।

এরই অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর থানা থেকে ৩০ জন, শৈলকূপা থেকে সাত জন, হরিণাকুন্ডু থেকে চার জন, কালীগঞ্জ থেকে পাঁচ জন, কোটচাঁদপুরে এক জামায়াত কর্মীসহ ছয় জন ও মহেশপুরে এক শিবির কর্মীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।  

এর মধ্যে সদরের কেশবপুর থেকে নাশকতার পরিকল্পনা করার সময় কোরবান আলীর কাছ থেকে ছয়টি হাত বোমা জব্দ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।