মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারার নিজ বাসভবনে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।
যুক্তফ্রন্ট চেয়ারম্যান আরও বলেন, এই সরকার স্বেচ্ছাচারী সরকার। জনগণ আর স্বেচ্ছাচারী সরকার চায় না। ভবিষ্যতেও যাতে আর কোনো স্বেচ্ছাচারী সরকার ক্ষমতায় আসতে না পারে এজন্য জাতীয় ঐক্যপ্রক্রিয়া ভারসাম্যমূলক সরকার চায়।
এসময় সাংবাদিকরা জানতে চান, বিএনপির সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী যাবেন কী না? জবাবে তিনি বলেন, আমাকে তো এখনও দাওয়াতই দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বি (বদরুদ্দোজা) চৌধুরী স্যার সব বলে দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর আমাদের সমাবেশ আছে। ওই সমাবেশ থেকে আমাদের পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরবো।
তিনি আরও বলেন, গত ২২ সেপ্টেম্বর সমাবেশের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, আমরা ঐক্য প্রক্রিয়া যাতে সফল হয়, সে চেষ্টা করব।
যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহে সমাবেশের মাধ্যমে আমরা ঐক্য প্রক্রিয়ার গণসংযোগ শুরু করবো।
বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেন, বিকল্প ধারার পক্ষ থেকে আমরা রেজুলেশন নিয়ে জাতীয় নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, স্বাধীনতাবিরোধী কোনো দল বা ব্যক্তিকে শরিক দলে রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাবে না।
বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব মোস্তফা আমিন, বিএনপির পক্ষে সাবেক প্রতিমন্ত্রী দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার সাংগঠনিক সম্পদক ব্যারিস্টার ওমর ফারুক, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের পক্ষে আ.উ.ম শফিক উল্লাহ ও জগলুল হায়দার আফ্রিক ও জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বৈঠকে উপস্থিত ছিলেন।
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন অসুস্থতাজনিত কারণে সভায় যোগ দিতে পারেননি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএইচ/আরআর