ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রুপগঞ্জে বিএনপির ৫৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
রুপগঞ্জে বিএনপির ৫৪ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম ও কুতুব উদ্দিন।  

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাংলানিউজ জানান, সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়ালু পাড়াগাওঁ এলাকায় নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।  

পরে বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন, মোজাম্মেল, শাহ-আলম পাপ্পু, আজগর আলী, জাকির হোসেন, আজিম, খায়রুলসহ ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।