বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্ব) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।
বিএনপির সমাবেশ নিয়ে মন্ত্রীদের বক্তব্যে সংঘাতের আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির জনসভা নিয়ে মন্ত্রীদের বক্তব্য গুণ্ডামির শামিল।
আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে তিনি বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পাবো। জনগণের রাজপথে জনগণ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
এর অাগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অা স হান্নান শাহ'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
আরআর