মঙ্গলবার (০৯ অক্টোবর) বিএসএমএমইউ হাসপাতাল পরিচালকের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বুধবার বিকেল চারটা থেকে তার মূল পরীক্ষা-নিরীক্ষা শুরু করবেন।
বিএসএমএমইউ পরিচালক বলেন, মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটে খালেদা জিয়ার রুটিন চেকআপ করেছে মেডিকেল বোর্ড। তবে সেখানে মেডিকেল বোর্ডের সব সদস্য ছিল না। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কোনো অবনতি নেই। তাছাড়া সোমবার (০৮ অক্টোবর) রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
মঙ্গলবার থেকে ফিজিওথেরাপি শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ফিজিওথেরাপি এখনো শুরু হয়নি, তবে মঙ্গলবার শুরু হবে এটা নিশ্চিত করা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্য ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ ফিজিওথেরাপিস্টকে ঠিক করবেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার রোগের বিবরণ দিতে গিয়ে ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা প্রকাশ করা হয়নি। এটি রোগীর স্বাভাবিক অধিকার। এছাড়া তার মূল চিকিৎসা শুরু হওয়ার পর বোঝা যাবে তাকে এ হাসপাতলে রেখে নাকি কারাগারে নিয়ে চিকিৎসা দিলেও হবে।
খালেদা জিয়ার রোগের আগের ইতিহাসে তার ডায়াবেটিস ছিলো না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ২০ বছর ধরে ওনি (খালেদা জিয়া) ডায়াবেটিস রোগে ভুগছেন। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এটা নিশ্চিত হয়ে বলেছেন। এছাড়া মেডিকেল বোর্ডের সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন থাকবেন কিনা তারও নিশ্চয়তা দিতে পারেননি আবদুল্লাহ আল হারুন।
এর আগে শনিবার (৬ অক্টোবর) ৩ টা ৪১ মিনিটে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউ নেওয়া হয়। সেখানে আগে থেকে তার জন্য ভিভিআইপি ৬১১ ও ৬১২ নম্বর কক্ষ প্রস্তুত রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএএম/ওএইচ/