বুধবার (১০ অক্টোবর) সকাল থেকেই এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
জানা যায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ কয়েকজন নেতাও আসামি রয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও নয়াপল্টনের বিভিন্ন গলিতে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামানসহ রাখা হয়েছে পুলিশ ভ্যান।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা যেকোনো অপতৎপরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তৎপর রয়েছেন।
এদিকে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দলটির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কার্যালয়ের ভেতরে সংবাদ কর্মী ছাড়া কোন কেউ নেই।
দীর্ঘ ১৪ বছর পর বুধবার ইতিহাসের ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘন্টা, অক্টোবর ১০, ২০১৮
টিএম/এমএ