বুধবার (১০ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাদের এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সমাবেশে ওই গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।
ওবায়দুল কাদের বলেন, দীর্ঘ এতোগুলো বছর পর রায় হয়েছে। এতো দেরিতে হলেও আওয়ামী লীগ অখুশি নয়। তবে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।
তিনি তারেক রহমানের সাজা প্রসঙ্গে বলেন, এই হামলার যে প্ল্যানার বা মাস্টারমাইন্ড, তার শাস্তি হওয়া উচিত ছিল সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড।
কাদের তাৎক্ষণিকভাবে এ প্রতিক্রিয়া দিলেও বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসকে/এইচএ/