বুধবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গোপালপুর উপজেলার নলিন বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নলিন বাজারে আয়োজিত সমাবশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, হেমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন খান আইয়ুব, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম প্রমুখ।
এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ জনের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন। একইসঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও ১১ আসামিকে।
বুধবার (১০ অক্টোবর) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআই